১. যেহেতু সময় খুবই কম, তাই যত কষ্টই হোক ৩ মাস পড়াশোনা ছাড়া সকল রঙিন চিন্তাভাবনা বাদ।
২.দুই নোকায় পা দেওয়া যাবে না; হয় ”মেডিকেল +ভার্সিটি” আর না হয় ইঞ্জিনিয়ারিং।
৩. আমি সেরা কলেজে পড়েছি, আমার Double Golden বা Double A+ এই ধরনের দাম্ভিকতা সম্পূর্ণ বাদ দিতে হবে।
৪. সকল পড়া গ্রুপ করে পড়তে হবে, এতে অনেক সহজে, কম সময়ে পড়া আয়ত্ত্বে আনা যায়।
৫. সিনিয়র ভাইয়াদের কথা অক্ষরে অক্ষরে মানতে হবে, কেননা অবশ্যই তার পরিস্থিতি সম্পর্কে তোমাদের থেকে অনেক বেশি অবগত।
৬. সঠিক Guideline Follow করতে হবে। সারা দিন রুমের এককোণার টেবিলে বসে না থেকে ভাইয়াদের দেওয়া System, Tips অনুযায়ী পড়তে হবে। যারা বইয়ের আগা থেকে গোড়া পর্যন্ত পড়তে যায় তাদের মধ্যে শতকরা ১% মেডিকেলে চান্স পায়।
৭. নিজেদের যাচাই করতে হবে, যা পড়েছ তা প্রয়োগ করতে হবে ঘন ঘন Exam Face করে।
৮. সবসময় চেষ্টা করতে হবে Exam নিজ থেকে দেবার।বন্ধুর থেকে দেখে বা কোচিং এ আগের ব্যাচের থেকে প্রশ্ন Collect করে Exam দিলে নিজের ন্যূনতম লাভ ও হয় না।
৯. অবসর সময়ে ও প্রতিদিন নির্দিষ্ট সময় রাখতে হবে সাধারন জ্ঞান ও English পড়ার জন্য।
১০. একঘেয়েমী থেকে বাঁচতে বিনোদনের জন্য ও প্রতিদিন কিছু Fixed সময় রাখতে হবে।