ভার্সিটি বিজ্ঞান বিভাগ

মেডিকেল কো­চিং করতে তুমি আগ্রহী কিন্তু নিজের উপর আস্থা কম ? কিংবা অন্যান্য বড় ভাইয়ারা বলছে – “মেডিকেল কোচিং করলে ঢাকা কিংবা চট্টগ্রাম ভার্সিটিতে ভাল বিষয়ে চান্স পাওয়া কষ্টকর হয়ে যায়”-

এই সমস্ত প্রশ্ন নিয়ে বিভ্রান্ত ???

তবে আমরা তোমাকে জোর গলায় বলছি- মেডিকেল কোচিং এর পাশাপাশি একটু সিষ্টেম অনুযায়ী ভার্সিটি কোচিং করলে ভার্সিটিতে একটি ভাল বিষয় ও পাওয়া সম্ভব। কেননা মেডিকেল কোচিং করলে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাঃ জ্ঞান এর পুরোপুরি ভার্সিটি অংশ পড়া হয়ে যায়। তোমাদের কেবল অতিরিক্তভাবে Math  & English অংশটি করতে হয় যা আমাদের Math & English Programme এ অংশগ্রহন করলেই হবে।

– গত বছর সারা বাংলাদেশে সরকারী ও বেসরকারী মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করেছে ৮০০০০ এর অধিক ছাত্র-ছাত্রী।

– এদের মধ্যে সরকারী মেডিকেল কলেজ গুলোর এম. বি. বি. এস এবং বি. ডি. এস কোর্সে আসন নিশ্চিত করেছে ৩,৪০০ ছাত্র-ছাত্রী। বেসরকারী মেডিকেল কলেজগুলোর এম. বি. বি. এস এবং বি. ডি. এস কোর্সে আসন নিশ্চিত করেছে ৬,০০০-৭,০০০ এর ছাত্র-ছাত্রী।

প্রশ্ন হলঃ বাকি প্রায় ৬৫,০০০-৭০,০০০ ছাত্র-ছাত্রীরা কোথায় ভর্তি হয়েছে?

উত্তর একটাই তারা অবশ্যই দেশের সরকারী অথবা বেসরকারী ভার্সিটিগুলোতে ভর্তি হয়েছে। একটি আদর্শ মেডিকেল কোচিং তারাই যারা ছাত্র-ছাত্রীদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ১০০% প্রস্তুত করে দেবার পাশাপাশি সর্বদা ছাত্র-ছাত্রীদের Risk Factor গুলোর কথা মাথায় রাখে। বাস্তব চিত্রটি এমন যে, বাংলাদেশের এমন কোন মেডিকেল ভর্তি কোচিং নাই যাদের সব ছাত্র-ছাত্রী মেডেকেলে চান্স পায়। অথচ কোন কোচিং ই ছাত্র-ছাত্রীদের Risk Factor  গুলোর  কথা মাথায় রাখে না।

এ ক্ষেত্রে REFLEX  এর প্রধান লক্ষ্য হলোঃ

ছাত্র-ছাত্রীদের মেডিকেল কোচিং এর জন্য ১০০% প্রস্তুত করে গড়ে তোলা এবং একই সাথে তাদের রিস্ক যাতে কিছুটা হলেও কমে যায় সে লক্ষেই সর্বদা ভার্সিটি বিজ্ঞান বিভাগের অনুষদগুলোর প্রশ্ন কেমন হয় সে সম্পর্কে ধারনা প্রাদান করা এবং আলাদাভাবে বিজ্ঞান বিভাগ অনুষদগুলোর জন্য গণিত এবং ইংরেজী ক্লাস প্রদান করা।

এবার মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন এর সাথে ঢাকা এবং চট্টগ্রামে ভার্সিটির বিজ্ঞান বিভাগের অনুষদগুলোর নম্বর বন্টন লক্ষ্য করা যাক-

 

কোর্স/ইউনিট পদার্থ রসায়ন জীববিজ্ঞান ইংরেজী সাঃজ্ঞান গণিত বাংলা আই. কিউ
সরকারী ও বেসরকারী মেডিকেল  এমবিবিএস ও বিডিএস/ ডেন্টাল ২০ ২৫ ৩০ ১৫ ১৫
আর্মড ফোর্স মেডিকেল ও আর্মি মেডিকেল কলেজ(৫টি) এমবিবিএস ও বিডিএস ৩০ ৩০ ৩০ ১০
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ A Unit ৩০ ৩০ ৩০(জীববিজ্ঞান বা ইংরেজী বা বাংলা যে কোন ১টি) ৩০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ A Unit ২০ ২০ ৪০(উদ্ভিদবিদ্যা ২০+প্রাণীবিদ্যা) ১০ ২০ ১০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় A Unit (Math & Physics) ২২ ২২ ২২
D Unit (Dept. of Biology) ২৪ ৪০(উদ্ভিদবিদ্যা ২০+প্রাণীবিদ্যা)
H Unit(IT) ২০ ১৫ ৪০
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স, ফিসারিজ ২০ ২০ ৩০ ১০ ২০
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ঐ+ অন্যান্য
শাহাজালাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ A Unit ১০ ১০ ১০ (জীববিজ্ঞান বা গণিত) ২০ ১০ ১০ (জীববিজ্ঞান বা গণিত) ১০

উপরের তথ্যবলী বিশ্লেষণ করলে দেখা যায়, মেডিকেল কোচিং এ অংশগ্রহণ করলে ভার্সিটি বিজ্ঞান বিভাগ অনুষদগুলোর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাঃ জ্ঞান অংশ ১০০% কভার হয়ে যাবে। তবে, ভার্সিটি অংশ কিছুটা ব্যতিক্রমধর্মী হওয়ায় মেডিকেল কোচিং এর পড়া হতে ভার্সিটি ইংরেজী অংশ ৫০-৬০% কভার হবে। ছাত্র-ছাত্রীদের মেডিকেল কোচিং এর বাইরে সম্পূর্ণ নতুন ভাবে পড়তে হবে গণিত অংশটি।তাই মেডিকেল কোচিং এর পাশাপাশি ভার্সিটি বিজ্ঞান বিভাগের সকল অনুষদ কভার হবার জন্য আমরা অতিরিক্তভাবে প্রদান করবোঃ

English: মোট ৮টি ক্লাস দেয়া হবে+নিয়মিত পূর্বের ক্লাসের উপর পরীক্ষা।

Math: মোট ১৪টি ক্লাস দেয়া হবে+নিয়মিত পূর্বের ক্লাসের উপর পরীক্ষা।

বিভিন্ন ইউনিটে বাংলা ১০ নম্বরের জন্য অত্যন্ত বিষদভাবে না পড়ে বিগত ১০ বছরের ভার্সিটি বিভিন্ন ইউনিটের প্রশ্নবলী এবং বাজারের খুব সংক্ষিপ্ত কিছু সাপ্লিমেন্ট বই এর প্রশ্নবলী সলভ করলেই হবে।

বিস্তারিত ক্লাসে আলোচনা করা হবে