demo

ছাত্র-ছাত্রীদের বিচারে আমরা কোন বিষয়ে অন্যদের চেয়ে এগিয়ে অন্য কোচিং-এ গিয়ে এ বছর তুমি যা হারাবে REFLEX-এ এসে ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত যা পাবে
সর্বাধীক সংখ্যক ক্লাস অন্যান্য কোচিং কর্তৃক প্রদানকৃত ক্লাস হবে সর্বোচ্চ ২২-২৫টি। অত্যন্ত দ্রুত গতিতে খুব কম সময় নিয়ে সিলেবাস শেষ করানো হবে। সর্বাধিক সংখ্যক ৪০টি ও ক্লাস প্রতি ৩ ঘন্টা সময় দিয়ে সর্বোচ্চ যত্নসহকারে বিভিন্ন লেখকের বই দাগিয়ে বুঝিয়ে দেয়া হবে।
সর্বাধীক সংখ্যক রেগুলার, রিভিউ পরীক্ষা ও ফাইনাল মডেল টেস্ট আমাদের তুলনায় কম পরীক্ষা নেয়া হবে। ক্লাস পরীক্ষায় ঠিক মত গার্ড দেয়া হবে না। অনেক ক্ষেত্রে পরীক্ষা না নিয়ে প্রশ্ন ছাত্র-ছাত্রীদের দিয়ে দেয়া হবে। রেগুলার পরীক্ষা ২৮ টি, রিভিউ পরীক্ষা ০৭ টি ও ১৫০০ নম্বরের ফাইনাল মডেল টেস্ট প্রতিটি ছাত্র-ছাত্রীর আলাদা সিট প্ল্যানিং করে নেয়া হবে। কেউ পরীক্ষা দিতে না পারলে আলাদাভাবে পরীক্ষা নেয়া হবে।
ক্লাসের মান ডাবল কোচিং-এ ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর বিচারে মোটামুটি হবে। যে সকল ছাত্র-ছাত্রী REFLEX সহ ডাবল কোচিং-এ ভর্তি হবে তাদের মতে, চট্টগ্রামের সেরা ক্লাস আমাদের-ই।
সময় উপযোগী কার্যকরী হ্যান্ডনোট প্রদান …………চোখে পড়ার মতো কোন হ্যান্ডনোট প্রদান করা হবে না। ডাবল কোচিং যারা করবে তাদের মতে, সব কোচিং হতে অল্প সময়ে পড়ার জন্য কার্যকরী হ্যান্ডনোট আমরাই প্রদান করেছি।
রিকভারি ক্লাস এমন কোন কার্যক্রম থাকবে না। যে সব ছাত্র-ছাত্রী কোচিং-এ পরে ভর্তি হবে তাদের প্রদান করা হবে রিকভারি ক্লাস।
রিভিউ ক্লাস এমন কোন কার্যক্রম থাকবে না। রসায়নবিজ্ঞান, প্রাণীবিজ্ঞানের উপর আলাদাভাবে রিভিউ ক্লাস প্রদান করা হবে।
নিয়মিত পরীক্ষার ফলাফল প্রদান এমন কোন কার্যক্রম থাকবে না। প্রতিদিন পরীক্ষা শেষে কোচিং এর বিভিন্ন ব্যাচের সকল ছাত্র-ছাত্রীর সমন্বিত রেজাল্ট প্রকাশ করা হবে আমাদের নোটিশ বোর্ডে এবং ফেসবুক পেইজে এ।
ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে Math & English Programme এমন কোন কার্যক্রম থাকবে না। ১.English:মোট ৮টি ক্লাস দেয়া হবে + নিয়মিত পূর্বের ক্লাসের উপর পরীক্ষা নেয়া হবে।

2.Math:মোট ১৪ টি ক্লাস দেয়া হবে + নিয়মিত পূর্বের ক্লাসের উপর পরীক্ষা নেয়া হবে।

বাসায় আলাদা ভাবে টিচার  রাখা কোচিং-এর লেকচার বুঝার জন্য বাসায় আলাদাভাবে ৩ মাসে ন্যূনতম২৫০০০টাকা গচ্ছা দিয়ে টিচার রাখার প্রয়োজন হবে। যারা REFLEX- এর ছাত্র-ছাত্রী হবে। তারা সকলেই একবাক্যে স্বীকার করবে, বাসায় আলাদা ভাবে টিচার রাখার প্রয়োজন তাদের হয়নি।

আমাদের Teachers Panal চোখে লাগার মতো

Teachers নির্বাচনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো গুরুত্ব দেই সেগুলো হল
১)অবশ্যই মেডিকেল Student হতে হবে।
২)মেধাবী হতে হবে, পূর্বের Student Background হতে হবে Bright (যেমন- পূর্বে কোন কলেজের Student ছিল?S.S.C ও H.S.C’র Result কেমন?- এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়)।
৩)Teacher কে অবশ্যই Free minded হতে হবে।–এই সব শর্ত পূরণ করেই তৈরি করা হয়েছে আমাদের Teacher Panal.

মেডিকেল কোচিং এর জন্য আমাদের কোচিং প্ল্যান

১)কোচিং শুরু হবে এইচ. এস. সি প্র্যাকটিকেল পরীক্ষা শেষ হবার পরদিনই।
২)মেডিকেল কোচিং এর জন্য তোমরা সময় পাবে ২মাস ১৫দিন থেকে ৩মাস। সেপ্টেম্বরের ৩য় বা ৪র্থ সপ্তাহে বা অক্টোবরের ১ম সপ্তাহে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।(সম্ভাব্য)
গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৭ অক্টোবর।
৩)মেডিকেল কোচিংকে আমরা ২টি পর্যায়ে ভাগ করি।
• রেগুলার কোচিং ১মাস ২০দিন।
• ফাইনাল মডেল টেস্ট ২০-২৫ দিন।
মেডিকেল কোচিং পরর্বতী ভার্সিটি গণিত ও ইংরেজি প্রোগ্রাম ১ মাস।

ক্লাসের মান ও সময়

* সপ্তাহে ৪-৫ দিন ক্লাস হবে। প্রতি ক্লাসে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রথম ৪৫ মিনিট পূর্বের ক্লাসের পড়ানো টপিকের উপর ৫০ নম্বরের পরীক্ষা হবে। এর পর ১ ঘন্টা ৫০ মিনিট থেকে ২ ঘণ্টা বিষয় ভিত্তিক ক্লাস হবে।
* ক্লাস সমূহ নিবেন কোচিং এর পরিচালক সহ আমাদের কোচিং এর সকল সিনিয়র লেকচারার, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে পাস করেছেন এবং অনেকে বর্তমানে অধ্যয়নরত। REFLEX এর ক্লাসের মান কেমন তা আমাদের কোচিং হতে বিগত বছরে চান্সপ্রাপ্তদের হতে খোজ নিয়ে দেখো।
*যারা REFLEX সহ একাধিক কোচিং এ ভর্তি হয়েছিল, তারা একবাক্যে স্বীকার করেছে যে, চট্টগ্রামের যতগুলো কোচিং আছে ক্লাসের সেরা মান আমাদের।

মোট পরীক্ষা

*প্রতি ক্লাসে পূর্বেব ক্লাসের পড়ানো টপিকের উপর ৫০ নম্বরের পরীক্ষা হবে।
*প্রতি ৪ থেকে ৫ টি লেকচার এর পর পূর্বের লেকচার গুলোর উপর একসাথে একটি রিভিউ পরীক্ষা নেয়া হবে। প্রতি ক্লাসের পরীক্ষাতেই সাধারন জ্ঞান English ও এর উপর ১০ নম্বরের অতিরিক্ত পরীক্ষা নেয়া হবে।
*রেগুলার কোচিং এর পর অনুষ্ঠিত হবে ফাইনাল মডেল টেস্ট। প্রতিটি ১০০ নম্বরের মোট ১৫-২০ টি পরীক্ষা নেয়া হবে (১৫০০-২০০০ নম্বর)।
*আমাদের পরীক্ষার কোন শেষে নেই। আর এটাও সত্য যে আমাদের সব প্রশ্ন বইয়ের যে সকল টপিক থেকে করা হয় তা সলভ করলে নিশ্চিত ৮৫-৯০% প্রশ্ন পরীক্ষায় কমন আসবে।

REFLEX-এ তোমরা পাবে, ৩ মাসে ৪,৫০০ প্রশ্নের

সমাধান
*রেগুলার পরীক্ষা- ২৮ টি x প্রতিটি ৫০ নম্বরের মোট ১,৪০০ প্রশ্ন
*রিভিউ পরীক্ষা- ৭ টি x প্রতিটি ১০০ নম্বরের মোট ৭০০ প্রশ্ন
*চূড়ান্ত মডেল টেস্ট-১৫ টি x প্রতিটি ১০০ নম্বরের মোট ১,৫০০ প্রশ্ন
*গণিত নিয়মিত ক্লাস টেস্ট ও ফাইনাল মডেল টেস্ট- ৭২০ প্রশ্ন
*ইংরেজী নিয়মিত ক্লাস টেস্ট ও ফাইনাল মডেল টেস্ট- ২৪০ প্রশ্ন
সর্বমোট =৪,৫৬০ প্রশ্ন
প্রতিটি প্রশ্নের উত্তর করতে তোমাকে চারটি Option ই জানতে হবে। এর অর্থ হল তুমি প্রায় ১৬ হাজার Information জানতে পারছ। এমন অভিনব Teaching System কেবল REFLEX এই তোমরা পাবে।

সঃ জ্ঞান ও ইংরেজী

*মেডিকেল কোচিং এর সাধারন জ্ঞান ও English এর উপর দেয়া হবে আলাদা ক্লাস + মোট ৪ টি সুপার নোট শিট যা থেকে ৯০% কমন আসা করা যায়।

SMS Service

* প্রতি এক সপ্তাহ পর পর ছাত্র-ছাত্রীদের তাদের পরবর্তী সপ্তাহের ক্লাস সিডিউল, গুরুত্বপূর্ণ নোটিশ ইত্যাদি SMS-এর মাধ্যমে চলে যাবে অভিভাবকদের মোবাইল নম্বরে।

REFLEX এর ক্লাস রুম

*সার্বক্ষণিক বিদ্যুত সুবিধা ও এসি সহ আমাদের ক্লাস রুম এ প্রয়োজনে পড়া বুঝানোর জন্য ব্যবহার করা হয় ল্যাপটপ কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর। লোডসেডিং এর সমস্যার মুখে যাতে ছাত্র-ছাত্রীদের পড়াতে না হয়, তাই রয়েছে ৪ থেকে ৫ ঘণ্টা একটানা IPS ও Generator Support।

কোর্স প্ল্যান সংক্রান্ত তথ্যবলী

সচেতন অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা কোচিং অফিসে এসে সর্বদাই একটি প্রশ্ন করে -আপনাদের পরবর্তী ৪-৫ মাসে কর্মপরিকল্পনা কি বা কেমন?” এবং বেশির ভাগ কোচিং ই তাদের কর্ম পরিকল্পনা বলতে বা দেখাতে ব্যর্থ হয়।
আমরা কোচিং প্রতিষ্ঠার পর থেকেই সর্বদা একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা অনুসরণ করে আসছি। প্রতিবারের মত এবারও ১ জুন ১৭ হতে ১০ নভেম্বর ১৭ পর্যন্ত প্রায় ৫ মাস ১০ দিনের কোর্স প্ল্যান আমরা প্রকাশ করেছি যা আমাদের অফিসের আসলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রদান করা হবে।

আমাদের নোট সমূহ কেন অন্যান্য কোচিং এর নোট হতে সম্পূর্ণ আলাদা?

১.প্রতি অধ্যায়ের আলোচনার শুরুতেই বইয়ের কোন টপিক কত % গুরুত্বপূর্ণ বলে দেয়া আছে।তাছাড়াও সম্পূর্ণ নোটটি ৩-৪ লেখকের বইকে সূক্ষ্মভাবে বিশ্লেষন করে তৈরী করা হয়েছে যাতে কোন গুরুত্বপূর্ণ তথ্য বাদ না যায়।
২.বিভিন্ন গুরুত্বপূর্ণ মান, ক্রম, বিক্রিয়া, বৈশিষ্ট্য, ছক, আবিষ্কারক, নামীয় বিক্রিয়া, বিভিন্ন পারস্পরিক মিলযুক্ত কঠিন বিষয় সমূহ ইত্যাদি এক জায়গায় এনে উপস্থাপন করা হয়েছে ফলে ছাত্র-ছাত্রীরা সহজেই বুঝে পড়তে পারবে।
৩.বইয়ের বড় বর্ননা সমূহ সহজে বুঝতে পারার জন্য প্রয়োজনে Flow chart ব্যবহার করা হয়েছে।
৪.জটিল বিষয় সমূহ মনে রাখার জন্য বিভিন্ন টপিক দেয়া আছে অথবা ক্লাসে লিখে দেয়া হবে- যা পড়াকে করবে সহজ ও প্রাণবন্ত।
৫.যে সকল গুরুত্বপূর্ণ টপিক দুটি বই মিলিয়ে বা মেইন বই হতে বিস্তারিত পড়তে হবে সেগুলো টপিকের পাশে লিখে দেয়া হয়েছে।
৬.আমাদের নোট সমূহ প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। তাই ছাত্র-ছাত্রীরা একদম নতুন এডিশনের বইয়ের নতুন সংযোজিত তথ্য কিংবা নতুন এডিশনের বইয়ে পরিবর্তিত তথ্য সমূহ খুব সহজে নোটে পাবে।
৭.যে কোন পরীক্ষার আগে (রেগুলার ক্লাস পরীক্ষা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট ইত্যাদি) এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্বে অল্প সময়ে পুরো সিলেবাস পড়ার জন্য-এমন একটি নোট ছাড়া তোমরা অসহায়।

অতিরিক্ত যত সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ REFLEX হতে

• মেডিকালের পাশাপাশি ভার্সিটির পরীক্ষার্থীদের জন্য অতিরিক্তভাবে Math (১৪টি ক্লাস+ ১৪টি পরীক্ষা),English programme (৮টি করে ক্লাস+৮টি পরীক্ষা) থাকছে যাতে করে মূল টার্গেট মেডিকেলের পাশাপাশি ভার্সিটি বিজ্ঞান বিষয়ের পরীক্ষাগুলোতে সুন্দর ভাবে অংশ নেয়া যায়।
• অনলাইনে প্রতিটি ছাত্র-ছাত্রীর মেডিকেল ভর্তি পরীক্ষার ফরম পূরণ, প্রবেশপত্র সংগ্রহ ও এ সংশ্লিষ্ট যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রয়েছে আলাদা ইউনিট।
• আমাদের কোচিংটির পরিবেশ অত্যন্ত সুন্দর। প্রতিটি ক্লাস সুন্দর, পরিপাটি, বিশাল। আদর্শ পড়াশোনার স্থান বলতে যা বুঝায় ঠিক তা-ই।